Khoborerchokh logo

ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ । 475 0

Khoborerchokh logo

ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ ।

মুসলিম নিধন, চরম সহিংসতা, মসজিদ ও বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে শহরের চকবাজার জামে মসজিদ থেকে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাকিগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তাগণ ভারতের দিল্লীতে নিরীহ মুসলমানদের উগ্রবাদী হামলা চালিয়ে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবী করেন।
তারা বলেন, মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় সারাবিশে^র মুসলমানসহ সকল শান্তিকামী মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। নৃশংসভাবে অনেককে হত্যা করা হয়েছে। বাড়িঘর জালিয়ে লুটপাট করা হয়েছে। এখনো অনেকে আহতাবস্থায় কাতরাচ্ছেন।
বক্তাগণ অবিলম্বে পাশর্^বর্তী ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেয়ার ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর পরিণাম কারো জন্যই সুখকর হবেনা উল্লেখ করে তারা বলেন, সার্বিক পরিস্থিতিকে শান্তিপূর্ণ রাখার স্বার্থেই এই হত্যা ও অগ্নিসংযোগ বন্ধ করতে হবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com